বাজারে বেড়েছে সবজি ও মুরগির দাম। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে এই দাম বাড়ার ঘটনা ঘটেছে। এদিকে খোলা চিনি বিক্রি হচ্ছে ১০২ থেকে ১০৮ টাকা দরে। এছাড়া ডাল, পেঁয়াজ, তেল ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে বাজারে।
শুক্রবার দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দুই সপ্তাহ আগেও বাজারে খোলা চিনি কেজিপ্রতি বিক্রি হয় ৯০ টাকায়। কিছু দিনের ব্যবধানে দাম বেড়ে খোলা চিনি বিক্রি হচ্ছে ১০২ থেকে ১০৮ টাকা কেজি দরে।
কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ৫-১৫ টাকা । বেগুন ৯০ থেকে ১০০ টাকা, সাদা বেগুন (গোল)৭০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন ৬৫ থেকে ৭৫ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।