প্রেমিক নিয়ে চর্চা যেন থামছেই না। সাজপোশাক আর গ্ল্যামারে জাহ্নবী কাপুর এখন আগের চেয়ে অনেক বোল্ড। লাইমলাইটের আলোতেই ধরা পড়ল জাহ্নবীর প্রেমের খবর। যদিও তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন তিনি সিঙ্গেল।
দীপাবলির পর এ গুঞ্জন আরও বেড়েছে। কারণ, দীপাবলির উৎসবের মধ্যেই শিখর পাহারিয়ার সঙ্গে দেখা গেছে জাহ্নবীকে। একসময় প্রেমের সম্পর্ক হয়েছিল মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্দের নাতি শিখরের সঙ্গে। ওই সময় তারা ডেটও করতেন। তবে সেই প্রেমের ইতি পড়েছিল বলে সকলেই জানতেন।
সম্প্রতি আবার একসঙ্গে দেখা গেছে তাদের। এক রেস্টুরেন্ট থেকে একসঙ্গে বেরিয়ে সোজা চলে যান গাড়িতে। শিখর ছিলেন চালকের আসনে। তার পাশেই ছিলেন জাহ্নবী। তাদেরকে আবার একসঙ্গে দেখে সকলেই ধরে নিয়েছেন জাহ্নবী আবারো প্রাক্তনের প্রেমে পড়েছেন।
সবখবর/ বিনোদন