ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে রাশিয়া এমন বিষয় নিয়ে পশ্চিমা বিশ্ব বারবার সতর্ক করে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এমন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দেশের অখণ্ডতা বজায় রাখতে সব ধরনের অস্ত্র ব্যবহার করবে রাশিয়া।
পরমানু অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
তবে গতকাল বৃহস্পতিবার ভিন্ন কথা বলেছেন পুতিন। তিনি জানান, ইউক্রেন যুদ্ধে কোন পরমানু অস্ত্র ব্যবহার করা হবেনা। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের একটি সভায় তিনি বলেছিলেন ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা তাদের নেই।
এর আগে গত বুধবার ইউক্রেন যুদ্ধের আবহে পরমাণু হামলার মহড়া শুরু করে রুশ সেনা।
সবখবর/ নিউজ ডেস্ক