পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারের জন্য সামরিক বাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সুবিধা চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের গুপ্তচরপ্রধান লেফটেনেন্ট জেনারেল নাদিম আনজুম।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেছেন। খবর- রয়টার্স।
সাম্প্রতিক সময়ে তেহরিক-ই-ইনসাফ প্রধানের সমালোচনার মাত্রা আরও বাড়ছিল। এরই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর ভেতরেও প্রভাবশালী আইএসআইয়ের প্রধান নাদিম আনজুম সংবাদ সম্মেলনে আসেন।
নাদিম আনজুম ইমরান খানের সমালোচনার কারণ হচ্ছে সামরিক বাহিনী ও এর প্রধান অবৈধ এবং অসাংবিধানিক কাজ করতে রাজি হননি।
তবে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের এক নেতা আসাদ উমর পরে আইএসআই প্রধান অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সবখবর/ নিউজ ডেস্ক